টেকনাফের গহীন পাহাড় থেকে ডাকাতের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে রফিক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালি গহীন পাহাড়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রফিক টেকনাফের হ্নীলা ইউনিয়ন লেদা মৌলভীপাড়ার বর্মাইয়া ইউছুপের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জাগো নিউজকে বলেন, বিকেলেটেকনাফ হ্নীলা আলীখালী গ্রামের পশ্চিমে পাহাড় থেকে পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় জানতে গিয়ে তিনি রফিক ওরফে ডাকাত রফিক বলে উল্লেখ করেন পরিচিতরা। রফিক পাহাড়ি ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্নসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ গ্রুপ তাকে হত্যা করতে পারে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে তিনি খুন হয়েছেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

সায়ীদ আলমগীর/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।