নীলফামারীতে ১০ দিন পর দেখা মিললো সূর্যের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

নীলফামারীতে দশদিন পর দেখা মিললো সূর্যের। কুয়াশার খোলস ছেড়ে উঠল রোদ। অবশেষে তীব্র ঠাণ্ডার মধ্যে কিছুটা উষ্ণতার পরশ পেল নীলফামারীবাসী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে সূর্যের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েক দিনের ঠাণ্ডা কাবু হয়ে যাওয়া মানুষদের অনেকেই রাস্তায় দাঁড়িয়ে সূর্যের তাপ নিতে দেখা যায়।

চওড়া বড়গাছার বাসিন্দা একলাছ আলী জানান, কয়েক দিনের তীব্র ঠাণ্ডায় বাসা থেকে বের হতেও ভয় পেতাম। এবারের ঠাণ্ডাটা মারাত্মক। আমাদের মতো বয়স্ক মানুষের মাংস ভেদ করে ঠাণ্ডা হাড়ে পর্যন্ত গিয়ে আঘাত করেছে।

তিনি আরও বলেন, আজ রোদ দেখার সঙ্গে সঙ্গে বাসার সামনে চেয়ার নিয়ে বসেছি। সূর্যের তাপটা খুব মিষ্টি লাগছে। সূর্যের তাপ পোহাতে ঘণ্টাখানেক পার করেছি আরও ঘণ্টাখানেক থাকবো।

এদিকে, কয়েক দিনের তীব্র শীতে যারা জবুথবু হয়ে চলাফেরা করতেন তারা অনেকটা স্বস্তি পেয়েছেন। সূর্যের দেখা পাওয়ায় অনেক বাসার গৃহিণীদের কাপড় ধোয়ার ধুম পড়ে যায়। ছাদে কিংবা বারান্দায় অনেককে রোদ পোহাতে দেখা যায়।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জাগো নিউজকে বলেন, সকালে সূর্যের দেখা দিয়েছে, তবে তাপমাত্রা ছিলো কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে পারে । সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। দুই একদিন সূর্যের দেখা মিললেও আবার আগের মতো শীত ও কুয়াশা পড়ার সম্ভাবনা আছে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।