১৫ মাস পর দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

১৫ মাস পর আগামী ২২ জানুয়ারি থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্র প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসুদের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। যেখানে দৈনিক প্রায় হাজারেরও বেশি পর্যটক ভ্রমণে আসতো। নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় ২০২২ সালের ১৭ অক্টোবর রোয়াংছড়ি-রুমা উপজেলা ভ্রমণে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। এ নিষেধাজ্ঞা রোয়াংছড়ি-রুমা, থানচি ও আলীকদম উপজেলায় অরোপের পর পর্যায়ক্রমে প্রত্যাহার করা হলেও রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রে বহাল ছিল। আগামী ২২ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুল মামুন জানান, দেবতাখুম পর্যটন কেন্দ্রে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ২২ জানুয়ারি থেকে ওই পর্যটন কেন্দ্র ভ্রমণে আর কোনো বাধা নেই।

নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।