আগুন পোহাতে গিয়ে দগ্ধ দিনমজুর
মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে আগুন পোহাতে গিয়ে সাহাদুল ইসলাম (৫০) নামের এক দিনমজুর দগ্ধ হয়েছেন।
বুধবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। সাহাদুল কল্যাণপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি মেম্বার কাউছার আলী জানান, রাত ৯টার দিকে শীত নিবারণের জন্য বাড়ির পাশে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিলেন সাহাদুলসহ কয়েকজন প্রতিবেশী। হঠাৎ সাহাদুলের শরীরে আগুন ধরে যায়। প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
তিনি আরও জানান, সাহাদুলের শরীরের অর্ধেকটা দগ্ধ হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো বার্ন ইউনিট না থাকায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার করা হয়েছে।
আসিফ ইকবাল/এসআর/জিকেএস