মেহেরপুরে জাল দলিল করায় একজনের কারাদণ্ড
দলিল জাল করার অপরাধে মেহেরপুরে আশরাফুল আলম নামের একজনকে দুই মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত আশরাফুল আলম মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, আশরাফুল আলম মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর মৌজার একটি দাগে চুয়াডাঙ্গা থেকে জাল দলিল তৈরি করেন। দলিল নং ৩২৬৭/২২ । পরে ওই দলিলটি নিয়ে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে নাম খারিজ করতে আসেন। সাব-রেজিস্টারের স্বাক্ষর দেখে সন্দেহ হলে, দলিলটি যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে জানতে পারি আশরাফুলের দাখিলকৃত দলিলটি জাল।
আশরাফুলের নাম খারিজের শুনানি ছিলো। জেরার মুখে সে তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আসিফ ইকবাল/এএইচ/জিকেএস