তামাক চুল্লি নির্মাণ করতে গিয়ে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

বান্দরবানের আলীকদমে তামাক চুল্লি নির্মাণ করতে গিয়ে আনোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলার চইক্ষ্যং ইউপির আবাসিক শীল বুনিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নিহত আনোয়ার হোসেন শাহবাগ পাড়ার বাসিন্দা মৃত গুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আনোয়ার হোসেন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে জনৈক মহসিনের তামাক চুল্লি (তুন্দুল ঘর) নির্মাণ করতে শ্রমিক হিসেবে কাজে যান। এ সময় চুল্লি নির্মাণের জন্য গাছের খুঁটি গর্তে দেওয়ার সময় আনোয়ার হোসেনের মাথায় খুঁটি পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেনকে পার্শ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম জাগো নিউজকে শেখ বলেন, এ ঘটনায় আলীকদম থানার সঙ্গে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়ন চক্রবর্তী/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।