ভাষাসৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

নড়াইলে ভাষাসৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে রাসেল।

রিজিয়া খাতুন নড়াইল শহরের মহিষখোলা এলাকার প্রয়াত আইনজীবী আব্দুর রাজ্জাকের স্ত্রী। বাদ আসর জানাজা শেষে নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন অগ্রজ সৈনিক ছিলেন রিজিয়া খাতুন। তিনিসহ ১০-১৫ জন মিলে শহরের তৎকালীন কালিদাস ট্যাংকের (বর্তমান টাউনক্লাব) পাশে প্রথম শহীদ মিনার তৈরি করে ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

হাফিজুল নিলু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।