ভোক্তা অধিকার লঙ্ঘন

চাঁদপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরীসহ ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চাঁদপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কাজীর বাজার, মুন্সিরহাট ও সফরমালি বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

জাগো নিউজকে তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সকাল থেকে সদর উপজেলার কাজীর বাজার, মুন্সিরহাট ও সফরমালি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় সিয়াম বিস্কুটকে চার হাজার টাকা, রাফি স্টোরকে তিন হাজার টাকা, মিজান স্টোরকে চার হাজার টাকা, মিম ফার্মেসিকে এক হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

তিনি আরও জানান, অভিযানের সময় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযানে জেলা আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহযোগিতা করেন। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।