তৃতীয় দিনে অভিযান শুরু

উদ্ধার হয়নি রজনীগন্ধা, খোঁজ মেলেনি চালক হুমায়ুন কবিরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরিটি এখনো উদ্ধার হয়নি। এছাড়া সন্ধান মেলেনি সেকেন্ড অফিসার হুমায়ুন কবিরের। উদ্ধার তৎপরতায় গতি আনতে সবারই এখন অপেক্ষা উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়ের’। প্রত্যায় আসার পরই ফেরি ও আটকাপড়া বাকি ছয় ট্রাক উদ্ধার করা হবে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরুর পর এ তথ্য জানিয়েছে বিআইডব্লিউটিএ।

jagonews24

তৃতীয় দিনের উদ্ধার অভিযানে নেমেছে বিআইডব্লিউটিএ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ডুবে যাওয়া ফেরিটি টেনে তোলার প্রস্ততি হিসাবে রাবার পাইপ দিয়ে বেঁধেছেন তারা।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা জানান, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসার পরই ফেরিটি টেনে তোলার কাজ শুরু হবে। কারণ হামজা ও রস্তমের ফেরিটি উদ্ধারের সক্ষমতা নেই। এছাড়া ২৫০ টনের ফেরিটিতে পলি জমে ওজন ৩০০ টনের বেশি হয়েছে। তাই নিচে হাওয়া দিয়ে ফেরিটি প্রথমে জাগিয়ে তোলা হবে।

jagonews24

এর আগে বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের অদূরে ৯টি ট্রাক নিয়ে রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরি ডুবির ঘটনা ঘটে। ফেরিতে কোনো যাত্রীবাহী বাস ছিলো না। দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় ২০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ থাকেন রজনীগন্ধা ফেরির সেকেন্ড অফিসার হুমায়ুন কবীর। এ সময় উদ্ধার তৎপরতা চালানোর জন্য দৌলতদিয়া ঘাটে অবস্থানরত উদ্ধারকারী জাহাজ হামজাকে ডাকা হয়। বুধবার দুপুর ১২টায় হামজা ঘটনাস্থলে পৌঁছে।

বি.এম খোরশেদ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।