লঞ্চের কেবিনে পড়েছিল মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪

চাঁদপুর লঞ্চঘাটে এমভি বোগদাদিয়া-৭ নামে যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে জয়নাল (৪৬) নামে দর্জি দোকানের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর ঘাটে আসার পর মৃত্যুর বিষয় জানতে পেরে পুলিশ ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায় জয়নালের বাড়ি শরীয়তপুর জেলায়। তিনি ঢাকা একটি দর্জির দোকানে কাজ করতেন।

jagonews24

লঞ্চের মাষ্টার কলিমুল্লাহ জাগো নিউজকে জানান, সকাল ৮ টা ৩৫ মিনিটে ঢাকা থেকেরওনা করে লঞ্চটি পৌনে ১২ টায় চাঁদপুর ঘাটে আসে। ঘাটে আসার পর সকল যাত্রী লঞ্চ থেকে নেমে পড়েন। কিন্তু নীচতলার ১০৩ কেবিনের যাত্রী বের হননি। পরে দরজায় অনেকবার নক করা হলেও সাড়া শব্দ না পেয়ে জানালা খুলে দেখা যায় তিনি নীচে পড়ে আছেন। পরে পুলিশের সহায়তার তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) জহির জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। সে ঢাকায় একটি দর্জির দোকানে কাজ করে বলে দোকান মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। কেবিনে তিনি একা থাকায় পূর্নাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তবে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মুনসুর আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই রোগী মৃত্যুবরণ করেছেন। রোগীকে যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছে, তাই কোনো কারণ বলা যাচ্ছে না। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

শরীফুল ইসলাম/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।