বান্দরবানে গাঁজাসহ তরুণী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪

বান্দরবানে গাঁজাসহ ডলিপ্রু মারমা (২৫) নামে এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পৌরসভার আট নম্বর ওয়ার্ড হাফেজঘোনা সাইক্লোন সেন্টার এলাকা থেকে আটক করা হয় তাকে।

আটক ডলি প্রু মার্মা (২৫) রুমা দুই নম্বর সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড মৃত ক্যসা মার্মার মেয়ে।

স্থানীয় সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে হাফেজ ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৭০০ গ্রাম ওজনের নিষিদ্ধ মাদক গাঁজাসহ ডলি প্রু মার্মাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জীবন চৌধুরী জাগো নিউজকে জানান, মাদকদ্রব্যসহ আটক ডলিপ্রু মারমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

নয়ন চক্রবর্তী/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।