বেনাপোল এক্সপ্রেসে আগুন

নিখোঁজ আবু তালহার বাড়িতে রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২০ জানুয়ারি ২০২৪

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় নিখোঁজ হন রাজবাড়ীর এলিনা ইয়াসমিন, চন্দ্রিমা চৌধুরী ওরফে সৌমি ও ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কালুখালীর আবু তালহা। ঘটনার দিন তারা ঢাকায় যাওয়ার জন্য রাজবাড়ী থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনে আগুন লাগার পর থেকেই তারা নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৯) বিকেলে নিখোঁজ আবু তালহার বাড়িতে যান রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম এমপি। এ সময় তিনি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আবু তালহার নামে কালুখালীতে একটি রাস্তার নামকরণ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে ট্রেনে আগুন দেওয়া হয়েছিল। এরকম সন্ত্রসী রাজনীতি যেন না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন রেলমন্ত্রী।

রুবেলুর রহমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।