ভাবিকে ছুরিকাঘাত করে থানায় দেবর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৫ এএম, ২১ জানুয়ারি ২০২৪

সিরাজগঞ্জে পরকীয়ার জেরে ভাবিকে ছুরিকাঘাত করার পর থানায় আত্মসমর্পণ করেছেন রতন সেখ (২৪) নামের এক দেবর। আহত নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিরাজগঞ্জ পৌরসভার কোলগয়লা মহল্লায় শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২০ জানুয়ারি) ভুক্তভোগীর স্বামী উজ্জ্বল সেখ বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল তার স্ত্রীকে বাড়িতে রেখে ঢাকায় চাকরি করেন। এদিকে স্বামীর অনুপস্থিতির সুযোগে স্ত্রী তার দেবর রতনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই নারী দেবরকে ছেড়ে অন্য একজনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। বিষয়টি জানতে পেরে ভাবির ওপর ক্ষুব্ধ হন রতন। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে পারিবারিক অনুষ্ঠান চলাকালে দেবর-ভাবির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় ওই নারীকে ধারালো ছুরি দিয়ে কোমরে আঘাত করেন রতন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভাবিকে ছুরিকাঘাতের ঘটনায় দেবর ছুরি নিয়ে থানায় আত্মসমর্পণ করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম এ মালেক/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।