শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের মাঝে চিকিৎসা উপকরণ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২১ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের মাঝে প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) বিকালে ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ওয়াইপিএসডি), বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও মনিপুরী ইয়ুথ ফোরামের যৌথ উদ্যোগে এবং এলা পেডের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনিপুরী ইয়ুথ ফোরামের সভাপতি হিজাম সুশীলের পরিচালনায় মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস-চেয়ারম্যান মিতালি দত্ত, আশিদ্রিন ইউনিয়নের চেয়ারম্যান রেনেন্দ্র প্রাসাদ বর্ধন, ওয়াইপিএসডির হেড অব পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট আবদুল্লাহ আল জাফরী, ওয়াইপিএসডির প্রকল্প পরিচালক মুহাম্মদ হাফিজ, বিওয়াইএফর সভাপতি আহনাফ আতিফ, মনিপুরী কমিউনিটি নেতা ভুবন সিংহ, মনিপুরী ইয়ুথ ফোরাম সাধারণ সম্পাদক দ্বিজেন সিংহ ও ওয়াইপিএসডির উপদেষ্টা শরফুল আম্বিয়া মুত্তাকি।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা পদ্ধতি নিয়ে মূল আলোচনা করেন দি নিউ লাইফ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. নাজেম আল কোরেশি রাফাত।

অনুষ্ঠানে অতিথিরা স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করেন এবং পিছিয়ে পড়া এ জনগোষ্টিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।