ঘন কুয়াশায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২১ জানুয়ারি ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিন) কাটা পড়ে রবিউল ইসলাম রবি (৫০) নামের রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম নড়াইলের লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকার হাবিবুর রহমান মোল্যার ছেলে। তিনি রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রীসহ তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকারের বরাত দিয়ে নিহতের বড় ভাই চা দোকানি আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

আলম মোল্লা জানান, শনিবার রাতে এতবেশি কুয়াশা ছিল যে কয়েক হাত দূরের দৃশ্যও দেখা যাচ্ছিল না। রাত সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলস্টেশনে প্রবেশ করছিল লোকোমোটিভটি। এটি রেলওয়ে কলোনি এলাকায় পৌঁছালে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান রবিউল। পরে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

হাফিজুল নিলু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।