৭ দিনেও উদ্ধার হয়নি ডুবে যাওয়া ফেরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা এখনো উদ্ধার হয়নি। ফেরির সাথে ডুবে যাওয়া ৯ টি ট্রাকের মধ্যে এ পর্যন্ত উদ্ধার হয়েছে ছয়টি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে সপ্তম দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়। বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল দুই দলে বিভক্ত হয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

আরও পড়ুন: উদ্ধারের সময় এক্সেল ভেঙে ফের নদীতে পড়লো ট্রাক

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জাগো নিউজকে জানান, ডুবুরিদের একদল ট্রাক উদ্ধারে কাজ করছেন। আরেক দল আছে ফেরি উদ্ধার কাজে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে ফেরিটি টেনে তোলার প্রস্ততি চলছে।

jagonews24

এদিকে দুর্ঘটনায় নিখোঁজ থাকা ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মরদেহ ছয়দিন পর সোমবার সন্ধ্যায় উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ‘ইচ্ছে করে নিজেও নদীতে ঝাঁপ দেই’

গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের অদূরে ৯ টি ট্রাক নিয়ে রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরি ডুবির ঘটনা ঘটে। ফেরিতে কোনো যাত্রীবাহী বাস ছিলো না। দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় ২০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ থাকেন রজনীগন্ধা ফেরির সেকেন্ড অফিসার হুমায়ুন কবীর।

বি.এম খোরশেদ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।