জাগো নিউজে সংবাদ প্রকাশ

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে অভিযান

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে দুর্ঘটনা রোধে ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ সিএনজিচালিত অটোরিকশাসহ থ্রি-হুইলার বন্ধে অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। এছাড়া হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করায় আটটি অটোরিকশা আটক করে মামলা দেওয়া হয়েছে।

Kishor-(2).jpg

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার ও তিন চাকার সিএনজিচালিত অটোরিকশা বন্ধে হাইওয়ে পুলিশ অভিযান পরিচালনা করছে। এটি বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলবে।

এর আগে গত ১৫ জানুয়ারি ‘ঢাকা-সিলেট মহাসড়কে অবাধে চলছে অবৈধ সিএনজি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ।

রাজীবুল হাসান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।