বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আলেয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫:৩১ এএম, ২৪ জানুয়ারি ২০২৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়াম্যান প্যানেল-১ (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) দায়িত্ব পেয়েছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওছার।

জানা যায়, উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্টুভাবে সম্পন্নের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সরকার বিভাগ, উপজেলা-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার ২৩ জানুয়ারি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে মর্মে জানা যায়।

এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এবং উপজেলা পরিষদের ১১ এপ্রিল ২০১৯ তারিখের ১ম মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত চেয়ারম্যান প্যানেল-১ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আলেয়া পারভীন দায়িত্ব প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দ্বায়িত্ব পালন করবেন।

সদ্য দায়িত্ব পাওয়া চেয়ারম্যান প্যানেল-১ মোছা. আলেয়া পারভীন বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য পূর্বের চেয়ারম্যান পদত্যাগ করায় আমার ওপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। আমি সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলাম আমৃত্যু পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ থেকে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল অব্যাহতি ও পদত্যাগ করেন। চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় মোছা. আলেয়া পারভীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

তানভীর হাসান তানু/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।