দর্শনায় ফেনসিডিলসহ জুতা ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৫:২০ এএম, ০৮ এপ্রিল ২০১৬

জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা রামনগর নামক স্থানে প্রাইভেটকারে ফেনসিডিল রাখার সময় মনজুরুল ইসলাম নামে এক জুতা ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়।
 
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিজিবি ৬ ব্যাটেলিয়নের পরিচালক লে. কর্ণেল আমির মজিদ এর নির্দেশে একদল বিজিবি দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামে অভিযান চালায়। এসময় রামনগর স’মিল এর কাছে একটি প্রাইভেট কারে (ঢাকা-মেট্রো-গ ২৩-৭৫৫৪) বেশ কয়েকজন চোরাচালানকারীকে ফেনসিডিল রাখতে দেখে। এ ঘটনায় মনজুরুল ইসলামকে ১৬৯ বোতল ফেনসিডিল ও প্রাইভেট কারসহ আটক করে তারা। বাকিরা পালিয়ে যান।

বিজিবি ৬ ব্যাটেলিয়নের পরিচালক লে. কর্ণেল আমির মজিদ জানান, ফেনসিডিল ও প্রাইভেট কারসহ আটক ব্যক্তিকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।

সালাউদ্দিন কাজল/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।