জামালপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মনির (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার রৌমারী আঞ্চলিক মহাসড়কের ড্রামের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিরচর এলাকার তছের আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে জামালপুরগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনির নামের ওই যাত্রী। গুরুতর আহত অবস্থায় মাহবুর (২৬) নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিরচর গ্রামের মহসিন মিয়ার ছেলে।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল বলেন, ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

নাসিম উদ্দিন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।