বগুড়ায় খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪

বগুড়ায় খাদ্য উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএইচ এম আসিফ বিন ইকরাম এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, শেরপুরের স্বরপাতা দইঘর ও রিংকী সুইটসে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির মিষ্টি ও দই উৎপাদনের প্রক্রিয়া অপরিষ্কার ও নোংরা পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটিতে ১৫ কেজি গন্ধ ও ফাঙ্গাসযুক্ত মাওয়া আর দুগ্ধজাত পণ্যের সাথে রাখা কাঁচা মাছ জব্দের পর ধ্বংস করা হয়। এসব অপরাধে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল ও আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব সদস্যরা সহযোগিতা করেন।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।