শিল্পমন্ত্রী

ভোলায় কারখানা হলে বিদেশ থেকে সার আমদানি করতে হবে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ভোলায় পর্যান্ত গ্যাস মজুত আছে। ভোলার গ্যাসের ওপর নির্ভর করে সার কারখানা হলে দেশের কৃষিখাতের জন্য ভালো হবে। আমাদের আর বিদেশ থেকে সার আমদানি করতে হবে না।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় সার কারখানার সম্ভাব্য স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, ভোলায় সার কারখানা স্থাপনের বিষয়ে পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।

এসময় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।