বান্দরবানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল বান্দরবান পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার আজিজনগর ইউপির সন্দ্বীপপাড়া এলাকায় এ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে লামা আজিজনগর ইউপির সন্দ্বীপপাড়া এলাকার এসবিএম ব্রিক্সস ফিল্ডে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর বান্দরবান। এসময় ইটভাটার বৈধ কাগজ দেখাতে না পারায় ইটভাটাটি সম্পূর্ণ ভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ফখরুদ্দিন চৌধুরী জাগো নিউজকে জানান, এসবিএম ব্রিকস ফিল্ডের কোনোরূপ বৈধ কাগজ না থাকায় ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটার মালিক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ আজম খানের বিরুদ্ধে মামলা করা হবে।
নয়ন চক্রবর্তী/এনআইবি/এএসএম