মেহেরপুর আইনজীবী সমিতির সভাপতি বিজন, সম্পাদক সাদ্দাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১০:০৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয়লাভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ এবং লাইব্রেরি ও সাংস্কৃতিক সম্পাদকসহ তিনটি পদে জয়লাভ করেছে আওয়ামী আইনজীবী পরিষদ।

নির্বাচনে মোট ৯টি পদের জন্য দুটি প্যানেলে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪১ ভোটারের মধ্যে ভোট দেন ১২৬ জন। এতে মারুফ আহমেদ বিজন ৮৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের গোলাম মোস্তফা পান ৪১ ভোট।

৮২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাইদুল রাজ্জাক সাদ্দাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী নাজমুল হক ৪৪ ভোট পান।

নির্বাচিত অন্যরা হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য মোখলেসুর রহমান স্বপন, আল মামুন অনল ও তারিক আহমেদ।

আওয়ামী আইনজীবী পরিষদ থেকে শাহরিয়ার মাহমুদ শাওন যুগ্ম-সম্পাদক, রোকেয়া খাতুন কোষাধ্যক্ষ এবং নাগিব মহাফুজ জুয়েল লাইব্রেরি ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। পরে জুমার নামাজের বিরতি দিয়ে দুপুর ২টা থেকে চলে ৩টা পর্যন্ত। নির্বাচন শেষে ফল ঘোষণা করেন বিমল কুমার বিশ্বাস।

আসিফ ইকবাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।