কলমাকান্দায় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২৪

নেত্রকোনার কলমাকান্দায় মাদরাসা পডুয়া নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৬ জানুয়ারি) তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার লতিফপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ওই উপজেলার লেংগুরা ইউনিয়নের রাধানগর গ্রামের সালাম মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৩) ও একই এলাকার হোসেন আলীর ছেলে দৌলত মিয়া (২২)। র‌্যাব-১৪ এর অপারেশন অফিসার ও উপ-পরিচালক আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ভুক্তভোগী ছাত্রীকে মামলার আসামিরা প্রায়ই উত্যক্ত করত ও অশালীন কথাবার্তা বলতো। ১১ নভেম্বর ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানায়। ওই দিন বিকেলে ভুক্তভোগীর মা সংরক্ষিত মহিলা ইউপি সদস্যকে কবষয়টি অবগত করেন। বিষয়টি জানাতে ভুক্তভোগীর মা ও ওই ইউপি সদস্য মামলার আসামি মনিরের বাড়িতে যায়। তারা মনিরের অভিভাবককে জানালে মনিরসহ তার পরিবারের লোকজন ইউপি সদস্য ও ভুক্তভোগীর মায়ের ওপর চড়াও হন। একপর‌্যায়ে মনিরসহ তার পরিবারের লোকজন ভুক্তভোগীর মা ও ইউপি সদস্যকে মারপিঠ করে গুরুতর আহত করেন। খবর পেয়ে ভুক্তভোগীসহ তার প্রতিবেশিরা ঘটনাস্থলে আসেন। এরপর ভুক্তভোগী বাড়িতে গেলে অভিযুক্তরা সুযোগ বুঝে বাড়ির পাশের একটি ধান ক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে তিনজনের নামসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে একটি মামলা করেন। এরপর থেকে আসামিরা গা ঢাকা দেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জাগো নিউজকে বলেন, র‌্যাব-১৪ ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। শনিবার দুপুরে গ্রেফতারদের জেলা আদালতে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/এনআইবি/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।