বাড়ি ফেরা হলো না শিক্ষকের, পিকআপচাপায় নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:২৩ এএম, ২৮ জানুয়ারি ২০২৪

নেত্রকোনা শহরের মুক্তারপাড়া এলাকায় পিকআপের চাপায় আব্দুল গণি (৫৭) নামের এক শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের মুক্তারপাড়ায় আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গণি জেলা সদরের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহর থেকে বাড়ি ফিরছিলেন আব্দুল গণি। পথে মুক্তারপাড়া আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে পেছন থেকে একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এইচ এম কামাল/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।