শাহজাদপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:২১ এএম, ৩০ জানুয়ারি ২০২৪

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

jagonews24

উদ্বোধনকালে তিনি বলেন, এ উপজেলার মানুষকে স্মার্ট সিটিজেন হিসেবে তৈরি করার যাত্রা শুরু হয়েছে। সকলের সহযোগিতায় শাহজাদপুর হয়ে উঠবে একটি স্মার্ট উপজেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) লিয়াকত সালমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

এবারে মেলায় উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল স্থাপন করে বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করছেন।

এম এ মালেক/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।