ঠাকুরগাঁওয়ে ফের ইয়াবাসহ আটক আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ৩০ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫০ পিস ইয়াবাসহ উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আল মনসুরকে আটক করেছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তার কলেজ রোড এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ নেতা আল মনসুর উপজেলার দুওসুও ইউনিয়নের কলেজপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে।

ফরহাদ আকন্দ বলেন, বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে সকালে আমরা টিমসহ তার বাসায় অভিযান পরিচালনা করি। এ সময় তার ঘর থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করি। উপস্থিত লোকজনের সামনে আওয়ামী লীগের ওই নেতা মাদক রাখার বিষয়টি স্বীকার করেছেন।

এ ঘটনায় আল মনসুরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ফরহাদ আকন্দ।

এরআগেও গত বছরের মে মাসে দেড় হাজার পিস ইয়াবাসহ ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই টিমের হাতে আটক হন আওয়ামী লীগ নেতা আল মনসুর। পরে তাকে শৃংখলা ভঙ্গের দায়ে বহিষ্কার করে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগ।

তানভীর হাসান তানু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।