সিরাজগঞ্জে সমলয় পদ্ধতিতে চাষাবাদ উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:২৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪

সিরাজগঞ্জ সদর উপজেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘সমলয়’ পদ্ধতিতে বোরো চাষ শুরু হয়েছে। এ পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রদর্শনীর আয়োজন করেছে উপজেলা কৃষি অফিস।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বহুলী ইউনিয়ন রঘুরগাঁতী গ্রামের ডুমুর ব্লকে ১৫০ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রকল্পের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

jagonews24

উদ্বোধনকালে তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে চাষাবাদের যাবতীয় খরচ বহন করবে সরকার। কৃষক শুধু ক্ষেতে পানি ও পরিচর্যা করবেন। এ প্রকল্প থেকে আধুনিক চাষাবাদের ধারণা পাওয়া যাবে এবং প্রযুক্তির ব্যবহার করে কম খরচে বেশি ফসল ফলানো যাবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোহার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাছিম রেজা নূর, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেনসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

jagonews24

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে একই জাতের বোরো ধান একই সময়ে আবাদ করা হবে। কৃষকেরা যন্ত্রের সাহায্যে এক সঙ্গে সমবায়ভিত্তিতে বপন, রোপণ ও কর্তন করবেন এ ধান। তাই এর নাম দেওয়া হয়েছে ‘সমলয় চাষাবাদ’।

উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষক পর্যায়ে কৃষি যান্ত্রিকীকরণে উৎসাহিত করতে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের প্রকল্পটি চালু করা হয়েছে।

এম এ মালেক/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।