বেনাপোল চেকপোস্টে বিপুল পরিমাণ ডলারসহ নারী আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলারসহ নাসরিন আক্তার নামের ভারত থেকে আসা এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাকে আটক করা। নাসরিন আক্তার কুষ্টিয়ার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সুপারেন্টডেন্ট কামাল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে এক বাংলাদেশি নারী বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে প্রবেশ করবে।

এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে অবস্থান করেন। পরে যাত্রী ইমিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার। যার আনুমানিক বাজার মূল্য ৮৫ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।