মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন, জরিমানা অর্ধলাখ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ১০:১১ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪

দিনাজপুরের বিরামপুরে অনুমোদন ছাড়া জমিতে পুকুর খনন করার অপরাধে কাচাব উদ্দিন (৬০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার চতুরপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।

দণ্ডপ্রাপ্ত কাচাব উদ্দিন উপজেলার জোতবানি ইউনিয়নের চতুরপুর এলাকার চান মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জোতবানি চতুরপুর এলাকায় আবাদি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করে মাটি বিক্রি করছিলেন কাচাব উদ্দিন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) তাকে নিষেধ করেন। কিন্তু কাচাব উদ্দিন তাদের কথা শোনেননি। পরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোনের বলেন, ‘অনুমোদন ছাড়া মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করায় কাচাব উদ্দিন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে।

মাহাবুর রহমান/এসআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।