তাড়াশে বাবা-মা ও মেয়ে হত্যার ঘটনায় মামলা
সিরাজগঞ্জের তাড়াশে বহুতল ভবনের তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে পারমিতা সরকার তুষির (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।
নিহত বিকাশ সরকার তাড়াশ পৌরসভার বারোয়ারি বটতলা মহল্লার কালিচরণ সরকারের ছেলে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৮ টার দিকে নিহত বিকাশ সরকারের স্ত্রীর বড় ভাই সুকমল চন্দ্র দাস বাদী হয়ে তাড়াশ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে এ মামলা দায়ের করেন। সুকমল চন্দ্র দাস বগুড়া জেলার নন্দীগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এদিন সকালে ওই তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু এখনো এ হত্যার কোনো রহস্য উদ্ঘাটন হয়নি। তবে মামলার এজাহারে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে উল্লেখ রয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারে কাজ চলছে। ময়নাতদন্তের জন্য বাব-মা ও মেয়ের মরদেহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল পাঠানো হয়েছে।
এমএ মালেক/এমএএইচ/