বগুড়ায় বিএনপির দুই মিনিটের ঝটিকা কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:৩১ এএম, ৩১ জানুয়ারি ২০২৪

সংসদ বাতিলের দাবিতে বগুড়ায় দুই মিনিটের ঝটিকা কালো পতাকা মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের আলতাব আলী মার্কেট থেকে শুরু হয়ে মাত্র দুইশগজ দূরে নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশাহ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির সভাপিত রেজাউল করিম বাদশাহ সমাবেশে বলেন, ‘একদিনের কালো পতাকা মিছিলেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে। আজ সারাদেশে কালো দিন। অবৈধ সরকার ডামি নির্বাচন করে সংসদে বসেছে। অচিরেই সেইদিন আসবে এই সরকার জনগণের আন্দোলনে গদি ছেড়ে পালাবে।’

ঝটিকা কালো পতাকা মিছিল নিয়ে জানতে চাইলে জেলা বিএনপির শীর্ষ এই নেতা বলেন, সারাদেশের মতো এখানেও পুলিশ বাধা তৈরি করেছে। তারা মারমুখী ভঙ্গিতে অবস্থান নিয়ে ছিল। নেতাকর্মীদের স্বার্থের কথা চিন্তা করে কর্মসূচি সংক্ষেপ করা হয়েছে।

বগুড়া সদরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, কারও কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের কর্মসূচি থেকে অনেক দূরে অবস্থান নিয়ে ছিল।

বগুড়ায় বিএনপির দুই মিনিটের ঝটিকা কালো পতাকা মিছিল

এদিকে বগুড়ার সোনাতলা উপজেলায় পুলিশের বাধায় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। উপজেলার ঘোড়ার পীর মাজার এলাকায় দলটির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সোনাতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, অনুমতি ছাড়া মিছিলের চেষ্টা করায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও জেলার অন্যান্য উপজেলায় শান্তিপূর্ণভাবে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। তবে আদমদিঘীতে সান্তাহার ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমানের মৃত্যুতে কর্মসূচি স্থগিত রাখে দলটি।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।