মুন্সিগঞ্জে চার ইটভাটা মালিকের ৩২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪

মুন্সিগঞ্জের সিরাজদীখানে ছাড়পত্র না থাকায় চারটি ইটভাটা মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার বাসাইল ও বালুচর ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।

দণ্ডিতদের মধ্যে বাসাইল ইউনিয়নের মেসার্স শামছুদ্দিন অ্যান্ড রবিলা ব্রিকসের মালিক আলতাফ হোসেনকে আট লাখ টাকা, একই এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকসের মালিক অলি আহমেদকে সাত লাখ টাকা, মেসার্স মায়ের দোয়ার মালিক জনি আহমেদকে সাত লাখ টাকা ও বালুচর ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকসের মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

jagonews24

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি জানান, জরিমানার পাশাপাশি মালিকদের আইন অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এসময় পরিবেশ অধিদপ্তর মুন্সিগঞ্জের পরিচালক মো. রেদোয়ান উল্লাহ, উপ-পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, সিরাজদীখান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ফজলুল করিম, সিরাজদীখান থানার এসআই মো. লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।