চাঁদপুরে অবৈধ ইনসুলিন রাখায় ফার্মেসি মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪

চাঁদপুরে ফার্মেসিতে অবৈধ ইনসুলিন পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, শহরের ছায়াবানী মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় মিলন ফার্মেসিতে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অবৈধ ইনসুলিন পাওয়া যায়। পরে ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।


শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।