মাগুরায় ফিরে খেলার মাঠে সাকিব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪

বিপিএলের বিরতিতে মাগুরায় গিয়ে খেলার মাঠে সময় দিলেন সাকিব আল হাসান। বুধবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে দেখা যায় জেলার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে। এ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নিয়মিত চর্চায় যোগ দেন তিনি।

সাকিবকে দেখেই আনন্দ উদ্বেলিত হন স্থানীয় দর্শকসহ ফুটবল অনুশীলনকারী তরুণেরা। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটবল খেলেন সাকিব। খেলা শেষে ভক্তদের সঙ্গে সেলফি তুলে ও কুশল বিনিময় করেন।

jagonews24

এ সময় স্থানীয় সাংবাদিকদের সাকিব বলেন, বিপিএল বিরতিতে মাগুরায় এসেছি। দুইদিন থাকব। দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের মানুষের সাথে যতদূর সম্ভব দেখা করব। যেহেতু বিজয়ী হবার পর খেলার ব্যস্ততার কারণে মাগুরায় আসা হয়নি।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।