আমরা একটি কার্যকর সংসদের যাত্রা শুরু করছি: স্পিকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৪

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। ওই দিন সংসদে মহামান্য রাষ্ট্রপতি ছিলেন। তিনি ভাষণও দিয়েছেন। এর মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের পাশাপাশি বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা আছেন। কয়েকটি পলিটিক্যাল পার্টির একজন করে সদস্য আছেন। আমরা একটি কার্যকর সংসদের যাত্রা শুরু করছি।

এর আগে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর বাবা সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইলিয়াস আহমদ চৌধুরীর কবর জিয়ারত করেন স্পিকার। সেখান থেকে শিবচর উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় আরও ছিলেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রমুখ।

আয়শা সিদ্দিকা আকাশী/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।