যশোর

গম-ডাল মজুত করায় ৪ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

যশোরের অভয়নগরে গম ও ডাল মজুদ করার দায়ে আকিজ এসেনসিয়ালস লিমিটেড ও মেসার্স সৈনিক ট্রেডার্স নামে দুই প্রতিষ্ঠানকে টার লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে এ রহমান পরশ অটো রাইস মিল সংলগ্ন গুদামে এ অভিযান চালানো হয়।

jsr-(1).jpg

অভিযান শেষে অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘সরকারি নিয়মে আমদানি করা গম ৩০ দিন ও ডাল ৬০ দিনের বেশি গুদামে রাখা যাবে না। অথচ আকিজ এসেনসিয়ালস লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের কয়েকটি গুদামে প্রায় ছয় মাস ধরে রাখা দুই হাজার ৪৬ মেট্রিক টন গোটা মসুর, চার হাজার ৯২৯ মেট্রিক টন মটর ডাল ও ৩১ মেট্রিক টন গম পাওয়া যায়। যা পোকায় খেয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া মেসার্স সৈনিক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের দুটি গুদামে তিন হাজার মেট্রিক টন গম পাওয়া যায়। যে গম প্রায় ছয় মাস ধরে গুদামে আটকে রাখা হয়েছে।’

jsr-(1).jpg

তিনি আরও বলেন, ‘অবৈধভাবে খাদ্যপণ্য মজুত করার অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে আকিজ এসেনসিয়ালস লিমিটেড কর্তৃপক্ষকে দুই লাখ ২০ হাজার টাকা ও একই আইনে মেসার্স সৈনিক ট্রেডার্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুত করা পণ্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সমন্বয়ে আগামী তিন দিনের মধ্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।’

অভিযান চলাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, অভয়নগর থানা পুলিশের একটি দল, স্থানীয় এলাকাবাসী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।