ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শাহাবুদ্দিন সরদার (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের মোল্লাকান্দা গঙ্গাধর গ্রামের খলিল সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাহাবুদ্দিন নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বিশ্ব জাকের মঞ্জিল হাসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, মরদেহ উদ্ধারের পর শাহাবুদ্দিনের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এন কে বি নয়ন/এমএইচআর