ভোলায় নিজ স্কুলের মাইক্রোচাপায় শিশু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

ভোলায় নিজের স্কুলের মাইক্রোবাসচাপায় আবু তালেব (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া চন্দ্রপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আবু তালেব ওই গ্রামের মো. সিদ্দিক মৃধার ছেলে। সে ভেলুমিয়া মডেল স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সোয়া ১১টার দিকে স্কুল ছুটির পর অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আবু তালেবও স্কুলের মাইক্রোবাসে উঠে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে মাইক্রোবাসটি আসলে আবুল তালেব নামছিল। সে নামার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটি চালু করে যেতে চাইলে চাপায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মাইক্রোবাস চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মো. ইনজামুল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোচালক মো. হানিফকে আটক করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।