ফরিদপুরে ১০ ইটভাটা মালিকের ১৯ লাখ টাকা জরিমানা
ফরিদপুরে ১০ ইটভাটা মালিকের ১৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার।
অর্থদণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো, পৌরসভার মুরারীদহ এলাকার মেসার্স শাহাজাদা মিয়া ব্রিকস, মেসার্স মণ্ডল ট্রেডার্স, ডোমরাকান্দি এলাকার মেসার্স এআরএম ব্রিকস, মেসার্স মর্ডান ব্রিকফিল্ড, কানাইপুরের মেসার্স কেবি ব্রিকস, ভুয়ারকান্দির মেসার্স প্রত্যাশা ব্রিকস, ফতেপুরের মেসার্স এফএন্ডবি ব্রিকস, শিবরামপুরের পিএমবি ব্রিকস, কোমরপুরের ফ্যানকো ব্রিকস ও ডিক্রিরচর ইউনিয়নের এআরবি ব্রিকস।

পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, অভিযান চালিয়ে ১০ ইটভাটা মালিকের জরিমানা করা হয়।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম