প্রাণিসম্পদ মন্ত্রী

বিএনপি-জামায়াত রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৩৯ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী নাগরিক সমাজের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ২০০১ সালে যখন বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে, তখন তারা আমাদের পতাকা রাজাকারের গাড়িতে তুলে দিয়েছিল। তখন মা-বোনদের ওপর নির্যাতন হয়েছিল। আমরা সেইদিনে আর ফিরতে চাই না। দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর হাতে গড়া দলকে প্রত্যন্ত এলাকায় শক্তিশালী করতে হবে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মধ্যদিয়ে বাংলার মানুষের মুখে হাসি ফুটবে। এজন্য বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, এই সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। মাদক থেকে সমাজকে রক্ষা করা সবার দায়িত্ব। আজ মানুষের নৈতিক চরিত্রের অধপতন ঘটেছে। যারা রাজনীতি করেন তাদের কর্মফল যদি অহংকারের না হয় তাহলে রাজনীতি সার্থক হবে।

আব্দুর রহমান আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের ১০-১২ লাখ মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় ও খাবার দিয়ে বিশ্বে নজীর সৃষ্টি করেছেন। সেই দেশের শান্তি-শৃঙ্খলা ও বাংলাদেশে আসা শরণার্থীদের ফিরিয়ে নিতে তিনি বিশ্ববাসীর সহযোগিতা কামনা করেন।


এন কে বি নয়ন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।