গভীর রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে মন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৩৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

ঘুরে ঘুরে অসহায় মানুষের কাছে কম্বল দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর-১ আসনের নিজ নির্বাচনী এলাকায় তিনি এ কম্বল বিতরণ করেন।

এসময় মন্ত্রী মধুখালী উপজেলার মেছরদিয়াসহ কয়েকটি আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছগ্রাম) শতাধিক অসহায় মানুষকে নিজ হাতে কম্বল তুলে দেন।

কম্বল পাওয়া মেছরদিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শাহিদা বেগম বলেন, রাতে শীতের তীব্রতা বাড়ে। এই রাতে মন্ত্রী সাহেবের দেওয়া কম্বল আমাদের অনেকটাই উপকারে আসবে।

এ বিষয়ে মন্ত্রী আব্দুর রহমান বলেন, আমার নির্বাচনী জনপদের তিন উপজেলার প্রায় ১০-১২ হাজার অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এখনো বিতরণ চলমান। মঙ্গলবার বোয়ালমারী উপজেলার কাদিরদীতে এসেছিলাম একটি সংবর্ধনা অনুষ্ঠানে। সেখান থেকে ভাবলাম নিজের হাতে ছিন্নমূল মানুষের হাতে কিছু কম্বল দিয়ে যাই। মৃত্যুর আগ পর্যন্ত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চাই আমি।

এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু প্রমুখ।


এন কে বি নয়ন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।