বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

চাঁদা দাবি করায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) রুমা-থানচি-রোয়াংছড়ি মালিক সমিতির অফিস সহকারী মিলন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল থেকে ভ্রমণে আসা মোহাম্মদ শাহরিয়ার বলেন, সকালে থানচি নাফাকুম পর্যটন স্পট ভ্রমণের জন্য বাসস্ট্যান্ডে আসি। স্ট্যান্ডে এসে দেখি থানচি-বান্দরবান সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। পর্যটক হওয়ায় অন্য গাড়িগুলোও নিচ্ছে না। ফলে চরম বিপাকে পড়তে হচ্ছে আমাদের।

মিলন দাশ জানান, গত ১৫ দিন আগে পাহাড়ের একটি সশস্ত্র সংগঠন থানচি-বান্দরবান সড়কে চলাচল করা বাসগুলোর জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় ৯দিন আগে কয়েকজন চালকের মোবাইল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। চাঁদা না দিলে যাত্রীসহ বাস পুড়িয়ে দেওয়ার হুমকি দিলে মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ রাখে চালকরা।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বাস মালিকদের সঙ্গে কথা বলেছিলাম। প্রয়োজনে পুলিশ স্কট দেওয়া হবে। তবুও তারা ভয়ে গাড়ি ছাড়ছে না।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।