মাটিরাঙ্গায় সেনা অভিযানে বিদেশি সিগারেট-চকলেট জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে বিদেশি সিগারেট ও চকলেট জব্দ করেছে মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে মাটিরাঙ্গা জোনের আরপি চেক পোস্ট এলাকায় এসব অবৈধ সিগারেট ও চকলেট জব্দ করা হয়।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, এসএ পরিবহনের কাভার্ডভ্যানে বিদেশি সিগারেট ও চকলেট কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিনিয়র ওয়ারেন্ট অফিসার আ স ম বাকি বিল্লাহর নেতৃত্বে একটি দল ভ্যানে তল্লাশী চালায়। এসময় ৪০৮ কার্টুন সিগারেট ও ৮৮৮ প্যাকেট চকলেট জব্দ করে।

উদ্ধারকৃত বিদেশি সিগারেট ও চকলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা।

মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি। উদ্ধারকৃত বিদেশি সিগারেট ও চকলেট মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।