ঘুমধুমে আবারো মর্টারশেল
তমব্রু সীমান্তে তিন দিনে ৩ মর্টারশেল উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে আজ আরও একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঘুমধুম ইউপির তমব্রু পশ্চিমকূল এলাকা থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। এ নিয়ে তিনদিনে ৩টি মর্টারশেল উদ্ধার হলো ওই এলাকায়।
স্থানীয়রা জানায়, গত ৮ ফেব্রুয়ারি দুপুরে ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া এলাকা থেকে একটি, ৯ ফেবরুয়ারি দুপুরে তমব্রু পশ্চিমকূল বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকার ধানক্ষেতে একটি ও সর্বশেষ আজ বিজবি ক্যাম্পের কাছাকাছি ব্রিজ থেকে ১টিসহ মোট ৩টি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়।
স্থানীয়রা আরও জানায়, মর্টারশেলগুলো মিয়ানমারের বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করাকালিন ফেলে গেছে। ওই সীমান্তের কাছাকাছি চাষের জমিতে বিজিপি সদস্যদের ফেলে যাওয়া আরও গোলা ও মর্টারশেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সড়কের ব্রিজের ওপর মর্টারশেল দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে মর্টারশেলটি নিজেদের হেফাজতে নেয়। এনিয়ে তিন দিনে তমব্রু এলাকা থেকে তিনিটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
নয়ন চক্রবর্তী/এফএ/এমএস