যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ‘সিস্টেম খোকন’ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:৪৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪

চাঁদপুরের শাহরাস্তিতে অপহরণ ও খুনের মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফারুক হোসেন প্রকাশ ওরফে সিস্টেম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ ফেব্রুযারি) দুপুরে উপজেলার উপলতা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক হোসেন উপলতা এলাকার কাজী বাড়ির আবদুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর থানার অপহরণ ও খুনের মামলায় আসামি ফারুক হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। সেই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।

শরীফুল ইসলাম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।