আওয়ামী লীগ নেতাকে হত্যা: ছাত্রলীগের দুই নেতা রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:৫৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা ও পরিবহন ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহানকে (৪০) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের স্থানীয় দুই নেতাকে তিনদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভীর কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়া।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম আমলি আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: পরিবহন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিনগত রাত ১২টায় আওয়ামী লীগ নেতার স্ত্রী বাদী হয়ে মারপিট করে হত্যার অভিযোগ করেন। তার অভিযোগটি শনিবার মামলা আকারে নথিভুক্ত করা হয়। মামলায় মোট চারজনের নাম উল্লেখ এবং ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেফতার দুই ছাত্রলীগ নেতা ছাড়াও অন্য দুজন পলাতক আসামি হলেন স্বাধীন ও সৌরভ।

এদিকে, শনিবার বিকেলে ময়নাতদন্তের পর পরিবারের কাছে সোহানের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সোহান জেলা শহরের ঘোষপাড়ার আমজাদ হোসেন বুলুর ছেলে। তিনি একই সঙ্গে কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা ট্রাক মালিক সমিতির সদস্য।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আমরা আদালতের কাছে সাতদিনের রিমান্ড চেয়েছি। আদালত দুজনকে তিনদিনের রিমান্ড দিয়েছেন। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শহরের খলিলগঞ্জ এলাকার অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। এ পথ দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সিয়াম ও রিয়াদ। ঘটনাস্থলে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পাশে পড়েন তারা।

গাড়িতে থাকা আওয়ামী লীগ নেতা সোহান আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিছুক্ষণ পর ছাত্রলীগ নেতা রিজভী ও তার সহযোগীরা ঘটনাস্থলে এসে তাকে মারপিট করে। সন্ধ্যা ৭টার দিকে সোহানকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয় স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে ছাত্রলীগের এ দুই নেতাকেহ গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: কুড়িগ্রামে ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার

ফজলুল করিম ফারাজী/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।