গণিতে ভালো ফল করায় দুই শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে সবচেয়ে ভালো ফলাফল অর্জনকারী দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক ও নগদ অর্থ প্রদান করেছে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১১ বারের মতো এ স্বর্ণপদক দেওয়া হলো।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক অনুষ্ঠানে তাদের পদক দেওয়া হয়।
সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর শহর শাখায় ২০২০ সালের স্নাতকোত্তর পরীক্ষায় গণিতে শ্রেষ্ঠ ফল অর্জনকারী তানজিয়া আক্তার ও ২০২১ সালে অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী সুমি খাতুন এ পদক পান। তারা দুজনই এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার করে টাকা পান।

গণিত বিভাগের প্রধান অধ্যাপক হায়দার মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমান, ফরিদপুর প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যাপক মো. শাহজাহান প্রমুখ।
২০১৪ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে দাতব্য প্রতিষ্ঠান এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন।
এন কে বি নয়ন/এসআর/জিকেএস