কিবরিয়া হত্যা মামলার আইনজীবীর ইন্তেকাল


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১০ এপ্রিল ২০১৬

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আইনজীবী ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর ভূইয়া বাবুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে আইনজীবী সমিতি, আওয়ামী পরিবারসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

বিকেল ৪টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৭টায় নিজ গ্রাম বিহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তুলাইশিমুল গ্রামে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভোগছিলেন। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার হিসেবে কর্মজীবন শুরু করেন আলমগীর ভূইয়া বাবুল।

পরে তিনি আইনজীবী হিসেবে জেলা বারে যোগদান করেন। এরপর থেকে বারের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা পরিচালনা করেছেন। তার মৃত্যুতে হবিগঞ্জ আদালতে ফুল কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।